
লালমাইতে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলায় ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয় এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ এর সভাপতিত্বে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র দাসসহ বিভিন্ন দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক্রিকেট, গোলক নিক্ষেপ, দড়ি লাফ, ভলিবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকস এসব ইভেন্টে অংশ নেয়।
এ-সময় মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ জানান, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।