কুমিল্লা ঘোড়ামারায় রেজভীয়া হোসাইনীয়া খানকা শরীফের ১৮ ৩ম ওরস মোবারক

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লা ঘোড়ামারায় রেজভীয়া হোসাইনীয়া খানকা শরীফের ১৮ ৩ম ওরস মোবারক

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

শনিবার ৩ জানুয়ারি বিকাল থেকে রাত ব্যপী  কুমিল্লা আদর্শ সদর উত্তর দূর্গাপুর ইউনিয়নের কুতুব নগর ঘোড়া মারায় রেজভীয়া হোসাইনীয়া খানকা শরীফের উদ্যোগে  ১৫ শতাব্দীর মুজাদ্দিদ হযরতুল আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী সুন্নী আল্-ক্বাদেরী রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু এঁর স্মরণে-১৮ তম ওরস মোবারক খানকা শরীফ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান মেহমান হিসেবে ওয়াজ ফরমান নেত্রকোনা  সতরশীর রেজভীয়া দরবার শরীফের রেজভী  মাওলার নাতী,শাহসুফীহযরত মাওলানা কাজী আব্দুল মালেক রেজভী সুন্নী আল- ক্বাদেরী( মাঃ জিঃ আঃ)।

প্রধান অতিথি হিসেবে ওয়াজ ফরমান বুড়িচং  ফকির বাজার মাশরা রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের পীর কেবলা রেজভী মাওলার  খলিফা, শাহসুফী হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী -রেজভী সুন্নী আল-ক্বাদেরী (মাঃ জিঃ আঃ)।

অনুষ্ঠিত ওরস মোবারকে সভাপতিত্ব করেন গাজী ফারুক হোসাইন রেজভী সুন্নী আল-ক্বাদেরী এবং পরিচালনা করেন কাজী আলমগীর হোসেন রেজভী।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ ফরমান হযরত মাওলানা মুফতি অধ্যক্ষ শহীদুল্লাহ্ রেজভী সুন্নী আল ক্বাদেরী, হযরত মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান রেজভী আল- ক্বাদেরী, হযরত মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন রেজভী আল- ক্বাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রেজভীয়া দরবার কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ জসিম উদ্দিন মেম্বার, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী নুর আহমেদ শরীফ, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, মহানগর বিএনপি নেতা তুহিন মিয়া, চানপুর শাখা রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের সভাপতি শাহ জাহান রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম রেজভী, বুড়িচং ফকির বাজার রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের সভাপতি মোঃ মিজানুর রহমান, রাজাপুর রেজভীয়া হোসাইনিয়া দরবার শরীফের সভাপতি মোঃ মিজানুর রহমান ২, আব্দুল জলিল রেজভী মাঝিগাছা।

অনুষ্ঠান পরিচালনা এবং সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় ছিলেন রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের আশেকানবৃন্দবৃন্দ এবং ব্যবস্থাপনা কমিটির লোকজন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *