
রাজধানীর আশুলিয়া প্রগ্রেসিভ স্কুল এন্ড কলেজে বই উৎসব উদ্যাপিত
মোস্তফা কামাল মজুমদার, আশুলিয়াঃ
১ জানুয়ারি, ২০২৬ইং নতুন বছরের প্রথম সকালে নতুন বইয়ের ঘ্রাণে মেতে উঠল সাভারের আশুলিয়ার কুরগাঁও নতুন পাড়া এলাকার শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রগ্রেসিভ স্কুল এন্ড কলেজের ‘বই উৎসব ২০২৬’ ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথিদের উপস্থিতি ও উৎসাহ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ মোঃ আল আমিন-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি (NRBC) ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল বাতেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের নতুন উদ্দীপনা সৃষ্টি করে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাভার বার্তা-র সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার।
তিনি শিক্ষার মানোন্নয়নে প্রগ্রেসিভ স্কুল এন্ড কলেজের ভূমিকার প্রশংসা করেন।