
লালমাইতে মাদকবিরোধী যুব ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনাল সম্পন্ন
গাজী মামুন : লালমাইঃ
‘মাদকের বিরুদ্ধে ফুটবল’ এই স্লোগানকে ধারণ করে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের দূর্গাপুর বাজারে এ খেলা সম্পন্ন হয়।
প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন রুহামা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক শিল্পপতি মো. জসিম উদ্দিন।
খেলাটি উদ্বোধন করেন লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ ইমাম হোসাইন।
ভূলইন উত্তর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাইন উদ্দিন মুন্না’র সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন, ভূলইন উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসাইন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাহাদাত হোসাইন মিয়াজি, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা তাজুল ইসলাম মিয়াজি, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খোরশেদ আলম, জুলাই যোদ্ধা কবির হোসাইন রুমন, জয়নাল আবেদীনসহ অনেকে।
যুব নেতা সফিউল বাশার সাকিল, ওমর ফারুক, হাফেজ আলমগীর হোসেন, আবদুল্লাহ আল মামুন, ইমান হোসেন, হাফেজ শাহজালাল, আবদুর রহিম, শিপন আহমেদ, মাছুম বিল্লাহ, আবুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ১নং ওয়ার্ড বনাম ৮নং ওয়ার্ড। খেলায় টাইব্রেকারে বিজয়ী হয় ৮নং ওয়ার্ড।