
নিয়ামতপুরে দুর্বৃত্তের
আগুনে পুড়ল খড়েরগাদা
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে একটি খড়ের পালা পুড়ে ছাই হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টার দিকে নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের দাদরইল (চকপাড়া) গ্রামে এ ঘটনায় ঘটে।
এতে প্রায় ২০ বিঘা আমন ক্ষেতের খড় সম্পূর্ণ পুড়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় ভুক্তভোগী কৃষক মাসুদ রানা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৯ টার দিকে কে বা কাহারা রাতের আঁধারে ২০ বিঘা আমন ক্ষেতের খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। এরপর দমকল বাহিনীর সদস্য এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এর আগেই খড়ের পালার অধিকাংশ খড় পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে মাসুদের।
ভুক্তভোগী কৃষক মাসুদ রানা বলেন, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ করে খড়ের পালায় আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন তিনি।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
এটা স্বাভাবিক আগুন নয়। পরিকল্পিতভাবেই আগুন দেওয়া হয়েছে। এতে আমার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। প্রশাসনের নিকট আবেদন আমাকে যেন আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক তৈরি করছে। আজ খড়ের পালা, কাল বাড়িঘরেও আগুন লাগাতে পারে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।