
বরিশাল-৪ হিজলা আসনে জামায়াত প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
এস এম মনির হোসাইন, বরিশালঃ
বরিশালের হিজলায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী, হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে, উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর, অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
এ সময় সাংবাদিক নানান প্রশ্নের উত্তর জামায়াত নেতা, বলেন সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাংবাদিক সহযোগিতা প্রয়োজন। সাংবাদিক সমাজের দর্পন। সমাজের নানা অসঙ্গি সাংবাদিকদের মাধ্যমে সারা বিশ্ব দেখতে পায়।
তিনি বলেন সমালোচনায় আমরা ব্যথিত হই না, বরং আনন্দিত হই। আল্লাহ চাহেতো জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হিজলা মেহেন্দিগঞ্জ, কাজিরহাট মানুষের উন্নয়নে কাজ করব। অবহেলিত জেলে, চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কেউ কাজ করেনি। ৫৫ বছর নয় ৫ বছরেই দেশের চেহারা পাল্টানো সম্ভব। দূর্নীতির কারনে দেশে উন্নয়ন হচ্ছে না।
ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দূর্নীতি এখনও চলমান। এ থেকে উত্তরণের জন্য আমাদের ভালো সৎ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য সংসদের পাঠাতে হবে। আমরা সকলে মিলে দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে দিতে পারব ইনশায়াল্লাহ।
ডাকসু, রাকসু, চকসু, জাকসু ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দেখিয়ে বলেন যারা ভোগ দিয়ে ছাত্র শিবিরকে জিতিয়েছে। তারা সবাই শিবির করে না। তারা শিবিরের সমর্থক ভোটার।
সততা, নিষ্ঠা, ভালবাসায় তারা ভোট দিয়েছে। অনুরুপ ভাবে সারা দেশে মানুষ আজ ভালো মানুষকে, সৎ নিষ্ঠাবান, আদর্শবান মানুষকে ভোট দিবে। একটি জরিপে দেখাগেছে ৬২ শতক মানুষ সময়ের বিবেচনা এদিক সেদিক ভোট দেয়। এবার জাতীয় নির্বাচনে এই মানুষগুলোর ভোট আমরা পাব ইনশায়াল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক বাংলাদেশ বানী’র সম্পাদক আযাদ আলাউদ্দিন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা জামায়াত সেক্রেটারী ও বাংলাদেশ বাণীর ব্যবস্থপনা সম্পাদক সৈয়দ গুলজার আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোজাম্মেল হক ভূইয়া, জামায়াতে নেতা শাহানশাহ চৌধুরী সামু প্রমুখ।