উসমান হাদী স্মরণে লাকসামে জামায়াতের দোয়া ও আলোচনা সভা

আইন আদালত ইসলাম ধর্ম কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

উসমান হাদী স্মরণে লাকসামে জামায়াতের দোয়া ও আলোচনা সভা

লাকসাম প্রতিনিধিঃ

২৪ জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মূখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী’র রুহের মাগফিরাত কামনায় লাকসাম পৌরসভা জামায়াতের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় লাকসাম পৌরসভা জামায়াত কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শরীফ ওসমান হাদীকে শহীদ করা হয়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়তে হবে। ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না। একাত্তরে তাদের স্বার্থে আমাদের পাশে দাঁড়িয়েছিল। বিনিময়ে তারা এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল।

আগামীতে ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদ হাদীর খুনের বদলা নেবো ইনশাআল্লাহ।

আমরা কখনো এদেশে ভারতীয় আধিপত্যবাদ বরদাস্ত করবো না।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক অফিস সম্পাদক, এশিয়ান ইউনিভার্সিটির প্রভাষক ডক্টর রাশেদুল আলম, পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার একেএম শাহআলম, মুহাম্মদ নুরে আলম, লাকসাম উপজেলা পরিষদের সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব দেওয়ান মাহবুব-ই-ছোবহানী খোকন, পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকন, সেক্রেটারি মুহাম্মদ ফয়সাল হোসেন মুন্সী, ইসলামী ছাত্রশিবির লাকসাম শহর শাখা সভাপতি মোঃ নাজমুল ইসলাম, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ ছাত্র শিবির সভাপতি ইয়াকুব হাসান রিফাত প্রমুখ।

আলোচনা সভা শেষে ইনকিলাব মঞ্চের মূখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী’র রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, ৬নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মুফতি আক্তার হোসেন আজাদী।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *