গৌরীপুরে জুলাই শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

আইন আদালত জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

গৌরীপুরে জুলাই শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ

ময়মনসিংহের গৌরীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ বিপ্লব হাসানের কবরে শ্রদ্ধা নিবেদন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন ১৪৮ ময়মনসিংহ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা।

এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামে শহীদ বিপ্লব হাসানের কবরে বুধবার পুষ্পমাল্য অর্পণ করেন তিনি।

পরে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন কবি সেলিম বালা।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদ বিপ্লব হাসানের বাড়িতে গিয়ে তার বাবা বাবুল মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের খোঁজখবর নেন।

এ সময় শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানান তিনি।

পরে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

রাতে উপজেলার অচিন্তপুর ইউনিয়নে তার নিজ গ্রাম মুখুরিয়ার বাজারে মতবিনিময় করেন।

এসময় এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য তারিক হোসেন (এমএমই উইং) বলেন,“একজন সাহিত্যমনা, তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে কবি সেলিম বালার প্রতি ভোটারদের আগ্রহ চোখে দেখা যায়।

তিনি একজন নিভৃতচারী ও দানবীর মানুষ। আমরা আশাবাদী, ভোটের মাঠে জয় আমাদের পক্ষেই থাকবে।”

নির্বাচনী প্রচার শুরুর প্রতিক্রিয়ায় কবি সেলিম বালা বলেন,“জুলাই আন্দোলনে শহীদ বিপ্লব হাসানের কবরে শ্রদ্ধা নিবেদন করে আজ আমি আমার নির্বাচনী যাত্রা শুরু করলাম। নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে।

কিন্তু ছাত্র-জনতা ও আত্মত্যাগকারী শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজ নির্বাচন করার পরিবেশ পেয়েছি।

তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা একটি সুন্দর ও ন্যায়ের বাংলাদেশ গড়তে চাই। শাপলা কলি প্রতীকে আপনাদের ভোট চাই।

দিনব্যাপী তার সাথে উপস্থিত ছিলেন-এসসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য (কৃষক শক্তি) মাসুদ রানা, এনসিপি গৌরীপুর শাখার প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান, উপ-সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক আশিক পাঠান, এনসিপি তারাকান্দা শাখার যুগ্ম সমন্বয়ক পারভেজ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *