রাবিতে দ্বাদশ সমার্বধন অনুষ্ঠিত

জাতীয় রাজনীতি রাজশাহী শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

রাবিতে দ্বাদশ সমার্বধন অনুষ্ঠিত 

শিবলী সাদিক, রাজশাহীঃ 

প্রায় ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। কালো গাউন ও টুপি পরে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠানে গ্রাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন সমাবর্তনের সভাপতি ও শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।

আয়োজকরা জানান, সমাবর্তনে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক ডিগ্রি অর্জনকারী এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা অংশ নেন।

এছাড়া ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরাও সমাবর্তনে অংশগ্রহণ করেন। সব মিলিয়ে প্রায় ৭ হাজার শিক্ষার্থী সমাবর্তনের জন্য নিবন্ধন করেন।

সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, “গ্রাজুয়েটদের শুধু নিজ নিজ ক্ষেত্রে সফল হলেই চলবে না, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। তথ্য ও ভিডিও চিত্রঃ শিবলী সাদিক রাজশাহী।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *