
রাবিতে দ্বাদশ সমার্বধন অনুষ্ঠিত
শিবলী সাদিক, রাজশাহীঃ
প্রায় ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। কালো গাউন ও টুপি পরে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনন্দে মেতে ওঠেন।
অনুষ্ঠানে গ্রাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন সমাবর্তনের সভাপতি ও শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।
সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
আয়োজকরা জানান, সমাবর্তনে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক ডিগ্রি অর্জনকারী এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা অংশ নেন।
এছাড়া ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরাও সমাবর্তনে অংশগ্রহণ করেন। সব মিলিয়ে প্রায় ৭ হাজার শিক্ষার্থী সমাবর্তনের জন্য নিবন্ধন করেন।
সমাবর্তনে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, “গ্রাজুয়েটদের শুধু নিজ নিজ ক্ষেত্রে সফল হলেই চলবে না, দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। তথ্য ও ভিডিও চিত্রঃ শিবলী সাদিক রাজশাহী।