লালমাইতে ১৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লালমাইতে ১৫৫ পিস ইয়াবাসহ 

মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলায় মাদক নির্মূলে কঠোর অবস্থানের অংশ হিসেবে যৌথ অভিযানে ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল এবং যুবসমাজ ধ্বংসের সঙ্গে সরাসরি জড়িত ছিল।
১৭ ডিসেম্বর রাত আনুমানিক ১টায় যৌথ বাহিনী লালমাই উপজেলার ইছাপুর গ্রামের একটি বাড়িতে আকস্মিক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো: সোহেল রানা (৩০) নামের ওই মাদক ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে মোহাম্মদউল্লার ছেলে। তার ঠিকানা—গ্রাম: ইছাপুর, পোস্ট: তুলাতলি, থানা: লালমাই।
বাড়ি তল্লাশি করে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক (১৫৫ পিস ইয়াবা) ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম (মোবাইল) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অপরাধী, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসকারী কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *