
বেড়ায় বনাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
মোঃ রিফাতুল, পাবনাঃ
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।
৩১ বার তোপধ্বনি ও সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বীর শহীদদের।
শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ আব্দুল খালেক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী।
এতে পুলিশ, আনসার, বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইডস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা।
তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। বিজয় দিবস আমাদের সেই অনুপ্রেরণাই দেয়।”
এসময় আরো উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) , নূরেন মায়িশা খান ।
বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ , নিতাই চন্দ্র সরকার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস ।