বুড়িচং আব্দুল মতিন খসরু কলেজে স্বাক্ষরতা বিষয়ে আলোচনা সভা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচং আব্দুল মতিন খসরু কলেজে স্বাক্ষরতা বিষয়ে আলোচনা সভা

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ 

১৪ সেপ্টেম্বর রোববার দুপুরে “তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজে রূপালী ব্যাংক পিএলসি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “গ্রাহক সেবা পক্ষ ২০২৫” উপলক্ষে আর্থিক সাক্ষরতা বিষয়ক আলোচনা সভা।

রূপালী ব্যাংকের কুমিল্লা ক্যান্টনমেন্ট কর্পোরেট শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি কলেজের হল রুমে দুপুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজিএম মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া, ডিজিএম মোঃ সফিজুল ইসলাম এবং ক্যান্টনমেন্ট কর্পোরেট শাখার প্রধান এজিএম শ্রী জয়দেব চন্দ্র দাস।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন  এস পিও মোঃ আবুল কালাম আজাদ।

আরো পড়ুনঃ

বুড়িচংয়ে যুবদল নেতাকে আবারও কারণ দর্শানো নোটিশ-জেলা কমিটিতে তলব !

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছাইদুল ইসলাম, সৈয়দা খায়রুন নাহার, মাহফুজা সুলতানা, শাহনাজ বেগম, নাজমুল হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ ফরিদ উদ্দিন, প্রভাষক কোহিনূর আক্তার ও সুজিত চক্রবর্তী।

এদিকে  প্রধান অতিথি  তার বক্তব্যে  বলেন, আজকের ছাত্র-ত্রী ও তরুণরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। ব্যাংকিং হলো দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাই তরুণরা ব্যাংকিং ও আর্থিক বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে আগামীর অর্থনীতির সাথে সংশ্লিষ্ট থেকে দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দেবে।

এক্ষেত্রে রূপালী ব্যাংক বিনা ফী’তে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, স্টুডেন্ট লোনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিয়ে সবসময় ছাত্র-ছাত্রী ও তরুণদের পাশে রয়েছে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল স্তরের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই উদ্যোগ তরুণ প্রজন্মকে আর্থিক সচেতনতা ও ব্যাংকিং সেবার ব্যাপারে শিক্ষিত করে নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *