ফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধন

ইসলাম ধর্ম জাতীয় রংপুর শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

ফুলবাড়ীতে আল আকসা মডেল

মাদরাসার শুভ উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে দ্বিনি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ত্রিভাষিক বাংলা ইংরেজি ও আরবী ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে আল আকসা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।

১২ ডিসেম্বর সন্ধ্যায় শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর পুরাতন বন্দর নুরপুরে,আল আকসা মডেল মাদরাসার উদ্বোধন অনুষ্ঠানে মাদরাসার ম্যেনেজিং কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক আজগার আলীর সঞ্চালনায় আল আকসা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আফতার আলীর সভাপতিত্বে ত্রিভাষিক বাংলা ইংরেজি ও আরবী ভাষায় দক্ষতা অর্জনসহ হিফজ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: আমিনুল হক।

এসময় আমন্ত্রিত অতিথিরা ছিলেন উপজেলার শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামেদুল ইসলাম মাষ্টার বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম মন্টুসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানটিতে অভিভাবক সমাবেশে শিক্ষার মান ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগীসহ না না দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।

পরিশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রঙ্গন শিল্পী গোষ্ঠীর ইসলামীক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *