
লক্ষ্মীপুরে জেএসডির জনসভায় আসার পথে হামলা গুলিবিদ্ধসহ আহত-১৮
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় আসার পথে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।
এসময় ১৬টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলার রামগতির রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজারসহ কয়েকটি স্থানে পৃথক এসব হামলার ঘটনা ঘটে।
জেএসডি সূত্র জানাযায়, বিকেল ৪টার সময় আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জেএসডির নির্বাচনি জনসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সহ-সভাপতি তানিয়া রব। জনসভায় যোগ দিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন স্থান থেকে যানবাহনে করে জেএসডির নেতাকর্মীরা রওয়ানা হন। এসময় বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আহতরা হলেন লোকমান হোসেন সম্রাট, মোরশেদ, আরাফাত, আপেল, সম্রাট, কালা, আলমগীর কসাই, ফয়সাল হোসেন, ইবনে হাসান, বিদন ও তারেকসহ ১৫ জন। তারা রামগতি উপজেলার বাসিন্দা এবং জেএসডির নেতাকর্মী। তাদের নোয়াখালী ও রামগতির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু বলেন, ‘বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বিএম আশরাফ উদ্দিন নিজানের লোকজন পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। গুলিবিদ্ধ আব্দুল মান্নানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদের ১৬টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।’ তবে অভিযোগ অস্বীকার করে রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘জেলা নেতাদের নির্দেশে আমরা নীরব ভূমিকায় ছিলাম। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তানিয়া রবের সহযোগী শরাফ উদ্দিন আজাদ সোহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা রামদয়াল বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুর চালিয়েছে।
’ এ বিষয়ে লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। তবে কাউকে আটক করা হয়নি।
বিএনপি জোটের হয়ে লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হতে চাচ্ছেন জেএসডির সহ-সভাপতি তানিয়া রব। তিনি জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের স্ত্রী। এখানে বিএনপির প্রার্থী হতে চান এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
বিএনপির পক্ষ থেকে ওই আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।