
ধর্মপাশায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা
এম এম এ রেজা পহেল, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদি হয়ে শিপন মিয়া (১৬) নামে একজনকে আসামি করে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
শিপন উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামের আজিজুল হকের ছেলে। মামলায় বলা হয়, ওই শিশুটি গত বৃহস্পতিবার বিকেলে খেলাধুলা শেষে বাড়ি ফিরছিল।
শিপন তাকে রাস্তায় একা পেয়ে এক ব্যক্তির পরিত্যক্ত একটি রান্না ঘরে রশি দিয়ে ছাত্রীটির হাত বেধে ফেলে ও মুখ চেপে ধরে ধর্ষণ করে।
পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়।
পরে শিশুটির মা বাবা বিষয়টি স্থানীয়দের জানিয়ে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা ধর্মপাশা থানায় মামলা করেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন।
শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।