হিজলায় মৎস্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অর্থনীতি আইন আদালত কৃষি জাতীয় বরিশাল শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

হিজলায় মৎস্য আইন

বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হিজলা প্রতিনিধিঃ

বরিশালের হিজলা উপজেলায় মৎস্য আইন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প ২০২৫–২৬ অর্থবছরের আওতায় বুধবার ৩ ডিসেম্বর বেলা ১২টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর সভাপতিত্বে  উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দিচ্ছে কর্মশালা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার, সহকারী কমিশনার (ভূমি) অভ্র বড়াল জ্যোতি, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা বিএনপির সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, সদস্য সচিব মোঃ আমির হোসেন বাঘা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট, উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির আহ্বায়ক সোলায়মান জমদ্দার, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবীরা।

প্রশিক্ষণে বক্তারা মৎস্য আইন, মাছের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা, অভয়াশ্রম রক্ষা, মা মাছ ও পোনা সংরক্ষণ, নদী ও খাল–বিলের পরিবেশ সুরক্ষা এবং মৎস্যসম্পদ বৃদ্ধিতে সর্বস্তরের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

স্থানীয় মৎস্যজীবীদের সচেতন ও দক্ষ করে তুলতে এ ধরনের নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *