
লাকসামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
লাকসাম প্রতিনিধিঃ
লাকসাম উপজেলার ৫ নং গোবিন্দপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মঙ্গলবার ২ ডিসেম্বর সন্ধ্যায় দোখাইয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসাতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন স্থানীয় মাদ্রাসার শিক্ষক।
অনুষ্ঠানে মাদ্রাসার শতাধিক ছাত্র, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি: শাহিন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি: সালে আহমদ, সাধারণ সম্পাদক: গোলাপ রহমান, উপজেলা বিএনপির সহ–দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি সদস্য: এমরান হোসেন মিলন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সহ-সভাপতি: জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদল সভাপতি: ওহিদুর রহমান, সদস্য সচিব: মহসিন রেজা, যুগ্ন সম্পাদক: আলাউদ্দিন মির্জা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক: সাইফুল ইসলাম মজুমদার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজল হক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড: সভাপতি খোকন, ৯ নং ওয়ার্ড: সভাপতি ইলিয়াস মিয়া, ৩ নং ওয়ার্ড: সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ প্রমুখ।
এময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমরা দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। এই দোয়া ও মিলাদ আমাদের সকলের জন্য প্রেরণার উৎস।