
গৌরীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব উপজেলা পৌর শহরের কালিপুর দলীয় কার্যালয়ে উত্তর জেলা যুবদলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন উত্তর জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু।
অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য আবু তাহের মানিন মাস্টার।
দোয়া মাহফিলের আগে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বেগ ফারুক আহাম্মেদ, নিজামউদ্দিন সরকার, জয়নাল আবেদীন খোকন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম তৌফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন—উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইলিয়াস আলী মৃধা, উপজেলা বিএনপি,র সদস্য ও উপজেলা তরুণদলের সভাপতি কামাল উদ্দিন লিটন,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা মেম্বার, ভ্রান বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক রাসেলসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক বিএনপি সমর্থক।