বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে অগ্নিকান্ডে ৫টি ঘর

পুড়ে ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দপুর চারু ম্যানেজারের বাড়ীর তৌহিদ মিয়ার ভয়াবহ অগ্নিকান্ডের ফলে টিনসেট বিল্ডিংসহ ৫ ঘরে আগুন পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

এতে নগদ ২লক্ষ ২০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ইলেক্ট্রনিক মালামাল আসবাবপত্র কাপড় চোপড় সহ ৪৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন বিল্লাল হোসেন ঠিকাদার।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট মাধ্যমে তৌহিদ মিয়ার ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্র ঘটে।

স্থানীয় বাড়ীর ঠিকাদার বিল্লাল হোসেন জানান শনিবার ২৯ নভেম্বর রাত সাড়ে ৮ টায় বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোবিন্দপুর চারু ম্যানেজারের বাড়ীর প্রবাসীসহ ৩ বসতির ৫ ঘর ভয়াবহ অগ্নিকান্ডের ফলে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

 প্রথমে প্রবাসী মনির হোসেন পিতা তৌহিদ মিয়ার টিন সেটের বিল্ডিং ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্র ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে।

এতে পাশের ফারুক ও শহীদ মিয়ার দুটি ঘর এবং তৌহিদ মিয়ার ৩ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এতে ২ লাখ ২০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ইলেক্ট্রনিক মালামাল আসবাবপত্র কাপড় চোপড় সহ প্রায় ৪৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন স্থানীয় পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের কে ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ খবর নেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং তিনি বলেন ক্ষতি গ্রস্থ পরিবার গুলো কে সরকারি ভাবে সাহায্য সহযোগিতা করবেন উপজেলা প্রশাসন। আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে ও সহযোগিতা করবো।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *