
শেরপুরে ৩টি সংসদীয় আসনের
প্রতীক বরাদ্দ সম্পন্ন
শেরপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান।
২১ জানুয়ারি বুধবার দুপুরে জেলা রিটার্নি কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনে অংশ নেওয়া ১৪জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
শেরপুর-১ (শেরপুর সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মো. রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা, এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার লিখন মিয়া শাপলা কলি, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদুল হক মনি লাঙল, স্বতন্ত্রপ্রার্থী সাবেক বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ মটর সাইকেল প্রতীক পেয়েছেন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধূরী ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি দাঁড়িপাল্লা, ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস হাতপাখা, আমার বাংলাদেশ (এবি) পার্টির মোহাম্মদ আবদুল্লাহ ঈগল প্রতীক পেয়েছেন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে স্বতন্ত্রপ্রার্থী নেই।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল ধানের শীষ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কাঁচি, ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন হাতপাখা এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা মটর সাইকেল প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দের আগে রিটার্নিং কর্মকর্তা উপস্থিত সকল প্রার্থীদের মাঝে আচরণবিধি সম্পর্কে জানান এবং আইনমেনে প্রচার-প্রচারণা করতে আহ্বান করেন।