বুড়িচংয়ে স্কুল প্রধান শিক্ষককে ফুল আর অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

বুড়িচংয়ে স্কুল প্রধান শিক্ষককে ফুল আর অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ

বুধবার ১৯ নভেম্বর দুপরে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পূর্ব সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ভূইয়া জীবন কে অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও  দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালিন প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ভূইয়া জীবন শিক্ষকতার পেশায় তিনি ৫৯ বছর পূর্তিতে  অবসর গ্রহণ করছেন।

এ অসর জনিত কারণে বিদ্যালয়ের আয়োজনে বিদায় সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাসুদ ইবনে হোসাইন এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুন মুন্সি, খন্দকার উম্মে সালমা সাবেক সহকারী উপজেলা শিক্ষা অফিসা মোঃ আবু মোতালেব, বিদ্যালয়ের অভিভাবক সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি ও কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, শিক্ষক অভিভাবক কমিটির সদস্য মাওলানা মুহাম্মদ জহির বায়হান।

বিদায়ী সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ভূইয়া জীবন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন এর ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক যথাক্রমে সাবেক প্রধান শিক্ষক মোকমিনা বেগম, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, আয়েশা আক্তার, শাহীনুর আক্তার, আয়শা আক্তার ২, সেলিনা আক্তার, তাহমিদা আক্তার, আক্তার জাহান, সহকারী শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক আবু হাসান, হিরা আক্তার, আবুল খায়ের বুল বুল, খোদেজা আক্তার।

আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ফরিদ আহম্মেদ ভূইয়া, শিক্ষক অভিভাবক সদস্য মোঃ জহিরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহিনুর আক্তার, সুভাষ চন্দ্র সূত্র ধর, মোঃ জহিরুল আলম, তাসমিনা আক্তার, ও মোসা. জ্যোৎসা আক্তার।

আলোচনা সভা শেষে  বিদায়ী সংবর্ধিত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ভূইয়া জীবন কে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক গণ ফুলে ফুলে সিক্ত করে তুলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *