নিষিদ্ধ ঘোষিত আ’লীগের লকডাউনের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

আইন আদালত জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নিষিদ্ধ ঘোষিত আ’লীগের লকডাউনের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৩টা থেকে পৌর শহরের জিয়া চত্বরে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা সমবেত হতে থাকেন।
পরে বিকেল ৪টার দিকে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিয়া চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
 পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, পৌর কৃষকদলের সভাপতি মোঃ গোলাম কাজিয়েল মুন্সী (শাহিদ মুন্সী), বিএনপি নেতা শোয়েব মুন্সী, স্বেচ্ছাসেবক দলের নেতা আতাউর রহমান আতা এবং ছাত্রদল নেতা মনিরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের জনগণ এখন আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণে অতিষ্ঠ। গণতন্ত্রকে কণ্ঠরোধ করার লক্ষ্যে তারা লকডাউনের নামে জনগণের চলাচল ও রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে।
বক্তারা আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকান্ড প্রতিহত করতে আন্দোলন চলবে। দেশের যেকোন নৈরাজ্য প্রতিরোধ বিএনপি নেতা-কর্মীরা রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *