নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

আইন আদালত জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে

বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ 
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রার্থী মোস্তাফিজুর রহমানের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে নিয়ামতপুর উপজেলা বিএনপির কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন পদপ্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ- সভাপতি আব্দুল মতিন, আলমগীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য সাগর দাস, আব্দুল্লাহ আল মামুন শাকিল হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সাজু, সহ-সভাপতি রুহুল আমিন শেখ, সদস্য জাকির হোসেন, সাংবাদিক নূরুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।
প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের নিকট নিয়ামতপুর উপজেলার উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য রাখেন। উপজেলায় উন্নয়নে সাংবাদিকদের নিকট নানারকম পরামর্শ শোনেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরা নিয়ামতপুরের উন্নয়নকল্পে কি প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন।
শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *