
নিয়ামতপুরে অটো ভ্যান চালককে মারধরের অভিযোগ উঠেছে
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে হার্ডওয়ার ব্যবসায়ী এমদাদুল হকের (৩৫) বিরুদ্ধে অটো ভ্যান চালক শাকিলকে (২৬) মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে নিয়ামতপুর বাজার চারমাথা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত শাকিল সদর ইউনিয়নের নিয়ামতপুর দক্ষিণপাড়া এলাকার বাবুল আক্তারের ছেলে।
থানা অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী এমদাদুল হক নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল গ্রামের বাসিন্দা। বিবাদী নিয়ামতপুর চারমাথা মোড়ে একটি হার্ডওয়ারের দোকান আছে।
সোমবার বিকেলে তার দোকানের সামনে অটো ভ্যান নিয়ে দাঁড়ায় শাকিল। এরপর বিবাদী শাকিলের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে দোকানি এমদাদুল হক দোকান থেকে বের হয়ে এসে ভ্যান চালক শাকিলকে কিল, ঘুষি, লাথি সহ এলোপাতাড়ি মারধর করে। ডাবলু বিবাদীর হাত থেকে শাকিলকে রক্ষা করতে এগিয়ে এলে তিনিও মারধরের শিকার হয়। বিবাদীর হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা নাকের ওপর সজোরে আঘাত করলে নাক ফাটিয়ে দেয়৷ কাপড় টেনে ছিড়ে খুলে ফেলেন এবং শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করেন।
স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এখন বিবাদীরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করছে।
ভুক্তভোগী ভ্যান চালক শাকিল বলেন, আমি তার দোকানের সামনে গ্যাস সিলিন্ডার নিতে রাস্তায় ভ্যান নিয়ে দাঁড়ায়।
এরপর দোকানি ক্ষিপ্ত হয়ে আমাকে গালমন্দ করেন। একপর্যায়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে। এখন বিবাদী আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
হার্ডওয়ার ব্যবসায়ী এমদাদুল হক বলেন, আমার বিরুদ্ধে যে সব অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।