
লাকসামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
জি.এম.এস রুবেল, লাকসামঃ
আজ প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একসাথে পালিত হচ্ছে।
এ উপলক্ষে লাকসাম উপজেলায় যুব সমাবেশ, আলোচনা সভা, ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জসিমউদদীন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।
প্রধান অতিথি কাউছার হামিদ তার বক্তব্যে বলেন, “এখন আমাদের হাতে প্রচুর যুব শক্তি আছে। এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। নইলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সমাজ ও রাষ্ট্রের বোঝায় পরিণত হবো এবং রাষ্ট্রকে আমাদের জন্য ভর্তুকি দিতে হবে। তাই এখনই বিভিন্ন দক্ষতাভিত্তিক কাজ শিখে নিজেদের যোগ্য ও দক্ষ করে তুলতে হবে, যাতে আমরা সমাজের সম্পদে পরিণত হতে পারি।”
সভাপতি মোঃ জসিমউদদীন মজুমদার তার বক্তব্যে জানান, যুব উন্নয়ন অধিদপ্তর ১৮-৩৫ বছর বয়সী বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করছে।
পাশাপাশি ৫% সার্ভিস চার্জে মাসিক ও পাক্ষিক কিস্তিতে ঋণ প্রদান ও আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
যা লাকসাম উপজেলায় ধারাবাহিকভাবে চলমান রয়েছে।