টাঙ্গাইলে মাভাবিপ্রবি ছাত্রদল নেতাদের উদ্যোগে সড়ক সংস্কার

অর্থনীতি জাতীয় ঢাকা তথ্যপ্রযুক্তি রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

টাঙ্গাইলে মাভাবিপ্রবি ছাত্রদল

নেতাদের উদ্যোগে সড়ক সংস্কার

আবু রায়হান, টাঙ্গাইলঃ

দীর্ঘদিন যাবত টাঙ্গাইলের সন্তোষ-টাঙ্গাইল সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, নাল ও জমে থাকা পানির কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

জানা গেছে, কিছুদিন আগে এ সড়কে একটি বড় দুর্ঘটনা ঘটে, যাতে একাধিক ব্যক্তি আহত হন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।

ফলে সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সামনের কাগমারী থেকে সন্তোষ পর্যন্ত রাস্তার কিছু ভাঙা অংশ ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছেন মাভাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম উসমান এবং শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ওয়াসিফ বিন মাহমুদ অয়ন।

শামীম উসমান বলেন,আপনারা সবাই জানেন কাগমারী থেকে সন্তোষ রাস্তাটির অবস্থা অনেক খারাপ। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

সড়ক কর্তৃপক্ষ যতদিন পর্যন্ত এটি সংস্কার না করে, ততদিন একজন ছাত্রদল কর্মী হিসেবে ব্যক্তিগত উদ্যোগে রাস্তার কিছুটা সংস্কার করার চেষ্টা করেছি। ধাপে ধাপে বাকি অংশও মেরামত করার চেষ্টা করব।

” অন্যদিকে ওয়াসিফ বিন মাহমুদ অয়ন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তাটির অবস্থা একদম বেহাল। প্রতিদিন কেউ না কেউ দুর্ঘটনায় আহত হচ্ছে।

এলজিইডির সঙ্গে কথা বলার পর তারা দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি ঠিক করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ততদিন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে রাস্তার কিছু অংশ মেরামতের চেষ্টা করেছি যেন অন্তত শিক্ষার্থী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং এলজিইডি কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেছে, যাতে দ্রুত কাগমারী থেকে সন্তোষ পর্যন্ত সড়কটির সংস্কার কার্যক্রম শুরু করার দাবি জানানো হয়।

স্থানীয়রা বলেন, ছাত্রনেতাদের এ উদ্যোগ প্রশংসনীয় হলেও সড়কটির স্থায়ী সংস্কার এখন সময়ের দাবি। তারা দ্রুত সড়ক সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *