মুন্সিগঞ্জ চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করলো বিক্রমপুর ফাউন্ডেশন

অর্থনীতি জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

মুন্সিগঞ্জ চিকিৎসার জন্য আর্থিক

সাহায্য করলো বিক্রমপুর ফাউন্ডেশন

ওসমান গনি, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জ বিক্রমপুর ফাউন্ডেশন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক ও সমাজকর্মী রাসেল শেখকে আর্থিক সাহায্য করলো।

আজ (রবিবার) সকালে রাশেল শেখ বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, কার্যনির্বাহী সদস্য মো. মনির হোসন, সাবেক সহ-সম্পাদক মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, আজীবন সদস্য কাজী আরিফ ও শাহজাহান খান সাজু এর কাছ থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার চেক গ্রহণ করেন।

রাসেল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। ২০২০ সালের প্রথম দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর নানাবিধ পরিক্ষা নিরিক্ষার পর দুরারোগ্য ক্যান্সার ধরা পড়েন।

বর্তমানে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডাঃ প্রফেসর সারোয়ার আলম’র তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। ইতিমধ্যে রাসেল তেরটি রেডিওথেরাপি ও ছয়টি কেমোথেরাপি নিয়েছে।

কেমোথেরাপির পর মেরুদন্তের ও নিতম্বের হাড়ের সার্জারী করাতে হবে। রাসেল একজন ভূমিহীন। তার জন্মের পূর্বেই পৈতৃক বাড়ি উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের বানারী গ্রামটি পদ্মায় ভেঙ্গে যায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে পাশ্ববর্তী পাঁচগাও ইউনিয়েন পাঁচগাও গ্রামের একটি বাড়িতে আশ্রিত।

রাসেল শেখ রেড ক্রিসেন্ট সোসাইটি, উদীচি শিল্পীগোষ্ঠী, টঙ্গিবাড়ী থানা জনকল্যাণ সংঘ মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম ও টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন।

জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার টঙ্গিবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। রাসেল শেখ বলেন, এই দুঃসময়ে বিক্রপুর ফাউন্ডেশন আমার পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *