কুমিল্লা-৬ এ মনোনয়ন নিয়ে অসন্তোষ পূবালী চত্বরে গিয়ে সড়ক অবরোধ-মর্শাল মিছিল

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

কুমিল্লা-৬ এ মনোনয়ন নিয়ে অসন্তোষ পূবালী চত্বরে গিয়ে সড়ক অবরোধ-মর্শাল মিছিল

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির কয়েকশ নেতাকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় তারা ধর্মসাগরপাড়স্থ দলীয় কার্যালয় থেকে মর্শাল মিছিল বের করেন এবং নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে গিয়ে অবস্থান নেন।
মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের প্রতি সমর্থন প্রকাশ করেন। তারা নানা শ্লোগান দেন, —“অবৈধ প্রার্থী মানিনা মানবো না”, “আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই”, “জেল জুলুম, কারাগারে ইয়াছিন ভাই”, “কুমিল্লার ঘরে ঘরে ইয়াছিন ভাই” এবং “নেতাকর্মীদের সুখে দুখে ইয়াছিন ভাই।”
নেতাকর্মীদের দাবি, মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় কার্যক্রমে যুক্ত ছিলেন না। ফলে দলের তৃণমূল স্তরে অসন্তোষ দেখা দিয়েছে। তারা মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করেছেন।
গত রাতেও নেতাকর্মীরা কান্দিরপাড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এরপর আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও বন্ধ রাখেন।
স্থানীয় নেতারা বলছেন, মনোনয়ন বিতর্ক ও বিক্ষোভ কুমিল্লা-৬ আসনের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।
তবে তারা আশাবাদ ব্যক্ত করেছেন, প্রার্থী নির্বাচন, স্থানীয় সমন্বয় ও কেন্দ্রীয় নির্দেশনা মিলিয়ে কাজ করলে দল অস্থিরতা কাটিয়ে শক্তিশালী নির্বাচনী প্রস্তুতি নিতে পারবে।
নেতাকর্মীরা আরও জানান, হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে জেলা বিএনপির নেতৃত্বে সক্রিয় ছিলেন, সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই তাঁকে মনোনয়ন না দেয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *