চৌদ্দগ্রাম সীমান্তে বিএসএফ হস্তান্তর করা ১৯ জনকে থানায় হস্তান্তর করলো বিজিবি

আইন আদালত আন্তর্জাতিক চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

চৌদ্দগ্রাম সীমান্তে বিএসএফ হস্তান্তর করা ১৯ জনকে থানায় হস্তান্তর করলো বিজিবি

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্তে শিশুসহ ১৯জন নারী-পুরুষকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ বৃহষ্পতিবার দুপুরে তাঁদের আটক করে আমানগন্ডা বিওপি ক্যাম্পে নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ৯ জন নারী, ৯ জন পুরুষ ও ১টি শিশু।

বৃহস্পতিবার রাত ৮,৩০ ঘটিকায় সময় তাদেরকে চৌদ্দগ্রাম থানয় হস্তান্তর করা হয়েছে।

তথ্য টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ।

আরো পড়ুনঃ

ভাল শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষার্থী গড়ে তুলতে পারেন-হাসনাত আবদুল্লাহ

আটককৃতরা হলেন, ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার তারাবুনিয়া গ্রামের আলমগীর মৃধার ছেলে খায়রুল মৃধা(২৫), একই গ্রামের মৃত গফুর মৃধার ছেলে জাকির হোসেন মৃধা(৪৫) ও আলমগীর মৃধা(৫৪), বাগেরহাট জেলার সদর থানার আতাইকাঠি গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে আবদুর রহিম শেখ(৫৫), তার স্ত্রী রীমা রহিমা শেখ প্রকাশ রীমা বেগম(৪৮), একই জেলার মোরেলগঞ্জ থানার রুস্তম আলী শেখের ছেলে সাহিনুর রহমান(৩৬), একই থানার পূর্ব চিপা বারুইখালি গ্রামের মো: আলমের ছেলে রেজাউল শিকদার(২৬), বরিশাল জেলার বরিশাল বন্দর থানার টুঙ্গিবাড়িয়া গ্রামের মৃত সোলেমান মাঝির ছেলে রিয়াজ হোসেন(২৬), মেহেদীগঞ্জ থানার পশ্চিম কেউটিয়া গ্রামের সুলতান ব্যাপারির ছেলে হাসান ব্যাপারি(২৮), মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীরামপুর গ্রামের মৃত এস্কান তালুকদারের ছেলে ইমরান হোসেন(৪১), সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চান্দা গ্রামের জিয়ারুল ইসলাম জিহাদের স্ত্রী মোমেনা বেগম(৪৫), পিরোজপুর জেলার পিরোজপুর সদরের দুর্গাপুর গ্রামের ইমাম হোসেনের মেয়ে লাবনী আক্তার(১৩), একই গ্রামের ইমাম হোসেনের স্ত্রী সুখী বেগম, আবদুল হাওলাদারের স্ত্রী নাসরীন বেগম(২৮), চাঁদপুর জেলার চাঁদপুর সদরের লদেরগাঁ গ্রামের দেলোয়ার গাজীর নাসরীন বেগম(২২), খুলনা জেলার দিঘলিয়া থানার দিঘলিয়া কদমতলা গ্রামের রফিকুল ইসলাম শেখের স্ত্রী অন্তরা শেখ(২৮), একই গ্রামের আলমগীর মোড়লের স্ত্রী নাজমা খাতুন(৩০), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পূর্ব চিপার বারুখালি গ্রামের রেজাউল শিকদারের স্ত্রী তানজিনা ইসলাম প্রকাশ সানজিদা বেগম(২২)।

আটকৃত সুখী বেগমের সাথে আবু বক্কর নামের পাঁচ বয়সী একটি ছেলে রয়েছে।

এ বিষয়ে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ১০ বিওপি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো: মোস্তফা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আজ দুপুরে ১৯ জনকে সীমান্ত পিলার ২১০৪/৭ সংলগ্ন এলাকা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে হস্তান্তর করা হয়।

ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দীপংকর সাহা’র নের্তৃত্বে বিএসএফ এর একটি দল ও বর্ডার গার্ড বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপি কমান্ডার মো: মোস্তফার নেতৃত্বে একটি দল পতাকা বৈঠকে অংশ নেয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক।

বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়ে তাঁরা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এবং ভারতের বিভিন্ন কারাগারে সাজা খেটেছেন।

নায়েক সুবেদার মো: মোস্তফা আরও বলেন, আটক ব্যক্তিদের তথ্য, নাম ঠিকানা যাচাই শেষে পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে মামলা দিয়ে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হিলাল উদ্দিন বলেন, বিজিবি শিশুসহ ১৯ জনকে থানায় হস্তান্তর করেছে। আগামীকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *