কুমিরায় হাইওয়ে পুলিশের অভিযানে বাসসহ ১ চোর আটক

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ

কুমিরায় হাইওয়ে পুলিশের অভিযানে

বাসসহ ১ চোর আটক

চট্রগ্রাম প্রতিনিধিঃ
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের কুমিরা হাইওয়ে থানা কর্তৃক ১টি যাত্রীবাহী বাসসহ ১ জন বাস চোর আটক করা হয়। আটক চোর বাস গাড়ির চালক শহিদুল ইসলাম (৩২), চট্টগ্রাম জেলার বোয়ালখালীর বুড়া মসজিদ গ্রামের কানুনগো পাড়ার মৃত রশিদ আলির ছেলে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৫) ইং তারিখ সকাল অনুমান ৪টা ৩০ মিনিটে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে একজন মিনি বাসের জনৈক শরীফ হোসেন নামক যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ কুমিরা হাইওয়ে থানার সরকারি মোবাইল ফোনে ফোন করে জানান যে, মিনি বাসের চালক বেসামাল হয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাত্রীদের জীবন বিপন্ন করার হুমকি হয়ে দাড়িয়েছে।
উক্ত যাত্রীর মাধ্যমে গাড়ির অবস্থান জানার পর অফিসার ইনচার্জ তাৎক্ষণিক ভাবে রাত্রীকালীন মোবাইল পার্টিকে গাড়িটিকে আটক করার জন্য নির্দেশ প্রদান করি। পার্টি ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ফারুক আজম সংঙ্গীয় ফোর্স সহ সীতাকুন্ড থানাধীন উত্তর ইদুলপুর সাকিনস্ত হোটেল কিছুক্ষন এর সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রাস্তার পাশে ভোর অনুমান ৫টা ৫ মিনিটে অবস্থান নিয়ে বাসটিকে আটক করতে সক্ষম হন। বাসের চালককে গাড়ির কাগজ পত্র প্রদান করার জন্য বললে দেখাইতে ব্যর্থ হয়।
জিঙ্গাসাবাদে ড্রাইভার একেক সময় একেক ধরনের কথাবার্তা বলতে থাকে। তখন পার্টি ইনচার্জ এর মনে সন্ধেহ হয় যে, এই ধরনের গাড়ি সাধারণত চট্টগ্রাম সিটির মধ্যে চলাচল করে। নিশ্চয় চালক চুরি করে গাড়িটি ঢাকার দিকে নিয়ে যাচ্ছে। তখন গাড়িসহ চালক শহিদুল ইসলাম (৩২)কে  আটক করে উক্ত বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে যাত্রীরা একেখান, চট্টগ্রামসহ বিভিন্ন স্থান হইতে বাসে উঠেন এবং তাদের গন্তব্যস্থল মীরসরাই, মহিপাল, ফেনীসহ বিভিন্ন স্থানে বলে জানান।
আটককৃত চালককে আরো জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে সে উক্ত গাড়িটি চু-রি করে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
পরবর্তীতে কুমিরা হাইওয়ে থানা চট্টগ্রামের বাস মালিক সমিতির মাধ্যমে বাসের প্রকৃত মালিককে খোজ করে তার নাম ঠিকানা সংগ্রহ করে যোগাযোগ করে। উক্ত বাসের মালিক ভানুদে, পিতাঃ সুধীর দে, সাং-জৈষ্টপুরা, থানাঃ- বোয়ালখালী, জেলাঃ- চট্টগ্রাম জানান যে, সে তার মিনি বাসটি প্রতিদিনের ন্যায় যাত্রী পরিবহন শেষে ৬ জুলাই ২০২৫ইং তারিখ রাত্রি অনুমান ১১টায় তার বাড়ির পাশে রাস্তায় রেখে বাড়িতে অবস্থান করেন। ভোর অনুমান ৬.০০ ঘটিকার সময় রাস্তায় এসে দেখেন তার গাড়িটি নাই। তখন উক্ত এলাকার নাইট গার্ডকে জিঙ্গাসা করলে রাত অনুমান ১টা ৩০ মিনিটে অজ্ঞাতনামা ব্যক্তি বাসটি চালিয়ে নিয়ে যায় বলে মালিককে জানায়।
তিনি সকালে বোয়ালখালী থানায় গিয়ে বাস চু-রির বিষয়টি থানাকে অবহিত করেন এবং বাসটি খুজতে থাকেন। পরবর্তীতে অত্র কুমিরা হাইওয়ে থানার ফোন পেয়ে নিশ্চিত হন যে, গাড়িটি তার।
আটককৃত চালক রাতের বেলায় চুরি করে তার বাসটি চট্টগ্রাম হতে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিলো। এই সংক্রান্তে চট্রগ্রাম জেলার বোয়ালখালী থানায় ১টি নিয়মিত মামলা রুজু করে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।
https://www.sangbadtoday.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *