মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বানান ও উচ্চারণ বিষয়ক কর্মশালার উদ্বোধন 

ঢাকা তথ্যপ্রযুক্তি শিক্ষা সারাদেশ
শেয়ার করুন....,

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বানান ও উচ্চারণ বিষয়ক কর্মশালার উদ্বোধন 

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইলঃ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে সোমবার ২০ অক্টোবর ছায়ানীড়ের পরিচালনায় ‘‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’’ শীর্ষক কর্মশালা ও কর্নেল মোহাম্মদ হামিদুল হক মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

আরো পড়ুনঃ

ময়নামতিতে শীতকালীন চারা বিক্রির ধুম ! সৃজনে বিক্রি প্রায় ৪ কোটি টাকা

 

বিশেষ অতিথি ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ফজলুল করিম ও ড. মো. ইমাম হোসাইন।

অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদের সভাপতিত্বে কর্মশালার মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।

কর্মশালায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন এবং তাদের হাতে প্রমিত বাংলা বানানের বই তুলে দেয়া হয়।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *