
ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ
প্রশমন দিবস পালিত
মোঃ আনোয়ার হোসেন, বগুড়াঃ
বগুড়ার ধুনট উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রসাশন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ধুনট এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ধুনট উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।
পরে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে প্রতিবছর বাংলাদেশ সৃষ্ট বন্যা, অগ্নিকাণ্ড,ঘূর্ণিঝড় জলাবদ্ধতা, ভারী বর্ষণ, বজ্রপাত ইত্যাদি দুর্যোগ ঝুঁকি প্রশমনের সঙ্গে খাপ খাওয়ানো ও প্রস্তুতির কৌশল অবলম্বন বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার ফরিদুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার হামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইদুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।