ব্রাহ্মণপাড়ায় মাদক মামলার ৪ আসামি গ্রেফতার

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

ব্রাহ্মণপাড়ায় মাদক

মামলার ৪ আসামি গ্রেফতার

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম নির্দেশে এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল, এসআই সুজন কুমার, এএসআই  শামসুদ্দিন ও এএসআই নাছির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন ৪ নং শশীদল ইউনিয়নের আশাবাড়ি ও নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুনঃ

ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আলী আহমদ এর ছেলে ময়নাল মিয়া, একই ইউনিয়নের আশাবাড়ী গ্রামের মৃত রাজ্জাকের ছেলে মোঃ আব্দুল জহের (প্রঃ দয়াল), একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে মোঃ মাহাবুল হোসেন এবং নারায়নপুর গ্রামের শাম মিয়ার ছেলে সুজন মিয়াকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম সততা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *