
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ
আব্দুল লতিফ, ইসলামপুরঃ
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়নের বেনোয়ারচর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম শাহিন মিয়ার বিরুদ্ধে সহকারী শিক্ষক হযরত আলীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত ৭ই অক্টোবর, বুধবার সকালে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সূত্রে জানা যায়, প্রাইভেট পড়ানোকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক হযরত আলীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষক নূরে আলম শাহিন মিয়া ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষক হযরত আলীকে চেয়ার দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
অভিযোগ রয়েছে, এটি কোনো একক ঘটনা নয়। এর আগেও তিনি বিদ্যালয়ের বিএসসি শিক্ষক অরুণ কুমার মোদকের সঙ্গে ক্ষমতার প্রভাবে অমানবিক আচরণ করেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে অরুণ কুমার মোদককে একজন ভদ্র, নম্র ও মানবিক শিক্ষক হিসেবে সবাই চেনেন। তাঁর প্রতিও প্রধান শিক্ষকের অসদাচরণের কথা উঠে এসেছে।
এই ঘটনার পর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “একজন প্রধান শিক্ষক হয়ে বারবার এমন আচরণ করা অত্যন্ত নিন্দনীয়।” তারা দ্রুত প্রশাসনিক তদন্ত ও প্রধান শিক্ষক নূরে আলম শাহিন মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।