লালমাইতে ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির চেষ্টা

অর্থনীতি আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ
শেয়ার করুন....,

লালমাইতে ইসলামী ব্যাংকের

ভল্ট ভেঙে টাকা চুরির চেষ্টা

গাজী মামুন, লালমাইঃ
কুমিল্লা লালমাই উপজেলার ভুশ্চি বাজারে ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মূল ফটকের তালা ভেঙে ভল্ট থেকে টাকা চুরির চেষ্টা চালিয়েছেন অজ্ঞাত এক চোর।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ব্যাংকের সিসিটিভির ফুটেজে এমন চিত্র দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ওই এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ মো. ওয়ালি উল্লাহ জানান, ভুশ্চি বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং আউটলেট অবস্থিত।
প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) নির্ধারিত সময়ে আমরা ব্যাংক বন্ধ করে চলে যাই।
পরদিন শুক্রবার বিকেল ৩টার দিকে বাজারের এক ব্যবসায়ী আমাকে ফোন করে জানায় ব্যাংকের মূল দরজার তালা ভাঙা।
খবর পেয়ে দ্রুত ব্যাংকে এসে দেখি দরজার তালা ভাঙা, ব্যাংকের ভিতরে ৭টি ড্রয়ার, অভিযোগ বক্স ভেঙে ফেলেছে, সিসিটিভি ক্যামেরার পজিশনগুলো পরিবর্তন করে দিয়েছে এবং ভিতরের কাগজপত্র সব এলোমেলো করে রেখেছে। তবে ব্যাংকের টাকা রাখার যে মূল ভল্ট সেটা ভাঙতে পারে নি। তাই বড় রকমের কোনো ক্ষতি হয়নি।
ভল্টের পাশে রড রাখা ছিল, যেটা দিয়ে চোর ভল্ট ভাঙার চেষ্টা করেছে। তবে অন্য একটি ক্যাশ থেকে সামান্য কিছু টাকা খোয়া গেছে।
ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৬টার মধ্যে এই ঘটনা ঘটতে পারে। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনাটি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি তাদের পরামর্শে মামলার প্রক্রিয়া চলমান।
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুর রহমান জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যাংকের বড় রকমের কোনো ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *