
মহেশপুরে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সুমন হোসেন, ঝিনাইদহঃ
কৃষি জমতিে তামাক চাষ, খাদ্য নরিাপত্তায় র্সবনাশ, অবলিম্বে তামাক চাষ নয়িন্ত্রণ নীতি মালা চূড়ান্ত করা হোক”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাবিউবিব ট্রাস্ট) এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট বাটা এর সহযোগিতায় স্থানীয় মানবাধিকার সংস্থা আরডিসির আয়োজনে বৃহস্পতিবার সকালে মহেশপুর আরডিসি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক শেখ এনামুলহক দুলু, সাংগঠনিক সম্পাদক পলাশ রহমান, ফার্মেসি আলমগীর হোসেন, মোঃ আবুল কাসেম আলী, মোঃ হাসান আলী, ব্যবসায়ী উজ্জল হোসেন, সাগর কুমার, আরডিসি প্রোগ্রাম অফিসার মোঃ ওসমান গণি প্রমুখ।
সভায় বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তামাকের কুফল ও দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন,তামাক জাতীয় দ্রব্য সেবন করা শরীরের জন্য মারাত্বক ক্ষতি কর তাই তামাকমুক্ত দেশ গড়ার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
সচেতনমূলক প্রচার-প্রচরণা করতে হবে। একদিনে তামাকমুক্ত দেশ গড়া সম্ভব নয় আস্তে আস্তে সবাইকে সচেতনের মাধ্যমে দেশ থেকে তামাকমুক্ত করতে হবে তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করার জন্য দাবি তোলেন