নিয়ামতপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চালের কার্ড করে দেয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

অর্থনীতি আইন আদালত জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন....,

নিয়ামতপুরে বিএনপি নেতার বিরুদ্ধে 

চালের কার্ড করে দেয়ার নামে টাকা নেয়ার অভিযোগ

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে ৩০ কেজি চালের কার্ড করে দেওয়ার কথা বলে হতদরিদ্র রেজাউল সরদারের কাছ থেকে ৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নিয়ামতপুর উপজেলা ভাবিচা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নায়েব আলীর বিরুদ্ধে।
বুধবার ভুক্তভোগী রেজাউল সরদার বাদী হয়ে নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করেন।
গত মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলার ভাবিচা ইউনিয়নের আশকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে ৩০ কেজি চালের কার্ড দুই বছরের জন্য করে দেওয়ার নাম করে রেজাউল সরদারের স্ত্রীর কাছ থেকে ৭ হাজার টাকা নেয় নায়েব আলী। সবার চালের কার্ডে নাম এলেও রেজাউলের নাম না আশায় তিনি নায়েব আলীকে জানালে তিনি অপেক্ষা করতে বলেন।
একদিন টাকা ফেরত চাইলে নায়েব আলী টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কয়েকদিন পর নায়েব আলী মুঠোফোনে রেজাউল সরদারকে বাড়ির পার্শ্বে ডেকে নেয়। রেজাউল সরদার বাড়ির পাশে এলে টাকার বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা লেগে যায়।
একপর্যায়ে হঠাৎ করে নায়েব আলীর বাবা উমর আলী, লাইলী বেগম ও শেফালী বেগম দেশীয় অস্ত্র হাসুয়া ও বাশেঁর লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। রেজাউলের চিৎকারের এলাকাবাসীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
স্থানীয়রা ঘটনা স্থান থেকে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
ভুক্তভোগী রেজাউল সরদার বলেন, আমাকে টাকা ফেরত দিবে বলে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চায়।
এ বিষয়ে ভিকটিম নায়েব আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

https://www.sangbadtoday.com/?p=3853


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *