মহেশপুরে এক ভ্যান চালকের গলা কেটে ভ্যান ছিনতাই- হাসপাতালে চিকিৎসাধীন

আইন আদালত খুলনা জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

মহেশপুরে এক ভ্যান চালকের গলা কেটে ভ্যান ছিনতাই- হাসপাতালে চিকিৎসাধীন

সুমন হোসেন, ঝিনাইদহঃ

গত ৭ অক্টোবর সন্ধা রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খাঁ পুরন্দরপুর ৭নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুর রাজ্জাকের ভাইপো ও গ্রামের নজরুল ইসলামের ছোট ছেলে মোঃ জাহিদুর রহমান (২১) এস’বিকে ইউপির বজরাপুর গ্রামের সুলতানের ছেলে সবুজের কথায় পাকিভ্যান নিয়ে খালিশপুর থেকে সাবদালপুর ভাড়ায় য়ায়, ভ্যানে থাকা ২ জন যাত্রী বিভিন্ন দিক ঘুরাঘুরি করে সন্ধায় খালিশপুর বাজারে ফিরে আসবে বলে পথি মধ্যে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর ইউনিয়নের চতুরপুর গ্রাম নামকস্থানে পৌঁছালে যাত্রী সেজে বসে থাকা ঐ ২ জন ছুরি দ্বারা গলায় পোঁচ মেরে রাস্তার পাশে একটি মেহগুনি বাগানের মধ্যে ফেলে রেখে পাকিভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

 

এসময় তাব ডাক ডাক চিৎকারে পথচারিরা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

বর্তমানে সে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে ভিকটিম জাহিদুর রহমান জানান এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামের সবুজ তার গলায় পোচ দিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কে.এম. গোলাম ফারুক (খাঁন).দ্রত হাসপাতালে তাকে দেখতে যান।

এসময় দলীয় অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *