মহেশপুরে প্রকাশ্যে দিবালোকে ২ পাহারাদারকে কুপিয়ে জখম

আইন আদালত খুলনা দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

মহেশপুরে প্রকাশ্যে দিবালোকে ২ পাহারাদারকে কুপিয়ে জখম

সুমন হোসেন, ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সলেমানপুর বাওড়ের প্রকাশ্যে দিবালোকে ২ পাহারাদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার সলেমানপুর বাওড়ে পাহারা দেওয়ার সময় জোরপূর্ব মাছ ধরাকে নির্ষেধ করলে সংঘবদ্ধ চক্র ২ জন পাহারাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

আরো পড়ুনঃ

ঝিনাইদহ অনূর্ধ্ব–১৭ ক্রিকেট দলে মহেশপুরের ৩ তরুণের সাফল্য

 

খবর পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহতরা হলেন বাঘাডাঙ্গা গ্রামের রুহুল আমিনেরের ছেলে মিয়ারাজ,একই গ্রামের মৃত-আব্দুল মান্নানের ছেলে জুয়েল।

হাসপাতালে আহতদের সাথে কথা বললে তারা বলেন, আমরা সলেমাপুর বাওড়ের পাহারাদার দুপুরে জোরপূর্ব কিছু লোকজন মাছ ধরার সময় আমরা নির্ষেধ করলে কাঞ্চনপুর গ্রামের মৃত-খেজমুত আলী ছেলে শফিকুল, সিরাজুল ইসলাম, হাকিমউদ্দিনের ছেলে ইজাজুল, আব্দুল কুদ্দুসের ছেলে ইকরামুল, আব্দুল জলিলের ছেলে জাহিদুল সহ আরো ১০/১২ জন আমাদের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে।

এতে ২ জন গুরুত্বর আহত হয়। বাওড়ের ইজাদার প্রলাদ হালদার জানায় তার লোকজনের উপর হামলা করা হয়েছে ।

এ বিষয়ে মহেশপুর থানায় মামলার প্রস্ততি চলছে। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন এবিষয়ে কেউ এখনো অভিযোগ দেয়নি। তবে আহতদের খোজখবর নিতে হাসপাতালে লোক পাঠানো হচ্ছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *