
জৈন্তাপুর মডেল মসজিদের মোয়াজ্জিনের একাধিক মামলা ও নারী কেলেঙ্কারির অভিযোগ
জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুরঃ
সিলেটের জৈন্তাপুর মডেল থানার মুয়াজ্জিন রাকিবুল ইসলাম রাজন এর নামে একাধিক মামলা ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে স্থানীয় সূত্র জানা যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের ইসমাইল আলীর ছেলে রাকিবুল ইসলাম রাজন ইমাম হয়েও দীর্ঘদিন থেকে নারী কেলেঙ্কারির সাথে জরীত রয়েছেন এবং কয়েক বার থাকে নারীদের সাথে আপত্তিকর অবস্থায় পেয়েছেন এলাকার বাসিন্দারা সমাজের সকল অপকর্মের মডেল হিসাবে তাহার রয়েছে অনেক খ্যাতি।
কখনো মোয়াজ্জিন রাকিবুল ইসলাম সন্ত্রাসী বেশে অস্ত্র হাতে, আবার কখনো তাহার ফেইসবুক সার্চ করলে দেখাযায় সকল ইয়াং মেয়েদের সাথে তার আড্ডা।
কখনো আওয়ামিলীগ, কখনো নিজেকে জামাআতের নেতা, আবার কখনো দেখা যায় বিভিন্ন মামলায় তিনি বাদীও কিছু মামলায় বিবাদী হিসাবে মামলা পরিচালনা করে আসছেন বলে সত্যতা পাওয়া যায়।
খবর নিয়ে জানা নিজপাট কমলাবাড়ীর জাবেল মিয়ার বিবাহিত স্ত্রীকে একপ্রকার জুরপূর্বক নিয়ে বিয়ে করে সেই যন্ত্রণা সয্য করতে না পেরে আজ পর্যন্ত সেই জাবেল মিয়া আর কোন বিবাহ করেন নাই। এক প্রকার ছন্যছায়ার মতো জীবন যাপন করতেছেন। এমন একজন মডেল মোয়াজ্জিন দেশের কোথাও খুজে পাওয়া যায় কিনা সন্দেহ আছে।
এসব ধোকাবাজ, মোয়াজ্জিনের বিচার কে করবে? এরকম ঘটনা জানার পর ও এলাকাবাসী কিভাবে এমন মোয়াজ্জিনের পিছনে নামাজ পড়তে পারে ?এলাকার অনেকের সাথে কথা বলে জানা যায় এটা তো মডেল মসজিদ তাই এমন মোয়াজ্জিন এলাকাবাসী আশা করেনি বা এরকম মোয়াজ্জিন অত্র এলাকার একটা মানসম্মানের ও বিষয় আছে বলে অভিযোগ করেন এলাকাবাসী অদ্য ২০/১০/২৫ ইং তারিখে রাকিবুল ইসলাম রাজন কে ভুমি অপরাধ প্রতিরোধ আইনে যাহা জৈন্তাপুর সি আর মামলা নং ২৫৩/২৫ মামলায় মাননীয় আদালত জেল হাজতে প্রেরণ করেন।