বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

আইন আদালত খুলনা জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন

কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

সুমন হোসেন, ঝিনাইদহঃ

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মহেশপুর মাঠিলা সীমান্তে পতাকা বৈঠক অনুস্ঠিত।

মহেশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে ০৪ অক্টোবর ২০২৫ তারিখ বাংলাদেশ সময় ০৮-১০ থেকে ১০০০ ঘটিকা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত মেইন পিলার ৫৩ এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এবং প্রতিপক্ষ ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো পড়ুনঃ

নারীকে বাদ রেখে দেশ জাতির উন্নয়ন সম্ভব নয়-মনির খান

 

উক্ত পতাকা বৈঠকে বিজিবি এর পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন। উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ, গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনসমুহেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত পতাকা বৈঠক সমাপ্ত হয়।বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *