
ব্রাহ্মণপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রকে নির্যাতনের অভিযোগ
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চাড়িপাড়া আইডয়াল স্কুলের এজ শিক্ষক কতৃক ইমরান নামে এক ছাত্রকে অমানবিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
২৮ সেপ্টেম্বর রোববার দুপুরে গনিত ক্লাশ চলাকালীন সময় এ নির্যাতন করেন অত্র স্কুলের গনিত শিক্ষক সজিব। নির্যাতিত ছাত্র ইমরান এ প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র।
এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় অভিভাবকদের মধ্যে হ্মোভ সৃষ্টি হয়ে।
আরো পড়ুনঃ
ব্রাহ্মণপাড়ায় চান্দলা কেবি হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন বানচালের চেষ্টা
জানা যায়, ২৮ সেপ্টেম্বর রোববার গনিত ক্লাশ চলাকালীন সময় শিক্ষক সজিব গনিতের একটা টপিক নিয়ে আলোচনা করেন। ক্লাশে অনেক ছাত্র এই টপিক টা না পারলে শিক্ষক সজিব সবাইকে ২/৩ টা করে বেত দিয়ে বেতারা আঘাত করেলেও ইমরান কে ওনি ১৮/১৯ টি আঘাত করেন।
এ সময় ছাত্র ইমরান অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী তাকে প্রাথমিক সেবা দিয়ে সুস্থতা করে স্থানীয়ভাবে মীমাংসা করেন।
এ ছাড়া এ শিক্ষক কিছু দিন আগেও এই রকম অমানবিক অত্যাচার করে অনেক ছাত্রকে স্কুল থেকে বের করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে চারি পাড়া আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক মো: সবুজ সততা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে সামাজিক ভাবে আমি শেষ করে দিয়েছি। তবে এ ঘটনার আর পুনরায় ঘটবেনা।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, আমি আপনার কাছ থেকে বিষয়টি শুনেছি মাত্র। আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করব।