
ঝিনাইদহ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুসের সাংবাদিকদের সাথে মতবিনিময়
সুমন হোসেন, মহেশপুরঃ
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মহেশপুর উপজেলার ডাকবাংলোয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।
সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে সাংবাদিকরা একদিকে জনমত গঠন করেন, অন্যদিকে সমাজের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখেন।
আরো পড়ুনঃ
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও বলেন, একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যম রাষ্ট্র ও জনগণের জন্য আশীর্বাদস্বরূপ। তাই সাংবাদিকদের সবসময় নিরপেক্ষতা, সত্যতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন তিনি ঝিনাইদহ ৩ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশি। তিনি মহেশপুর-কোটচাঁদপুর তথা ঝিনাইদহ-৩ আসনের জনগণের উদ্দেশ্যে উন্নয়নমূলক ও জনকল্যাণ মূলক লিখিত বক্তব্য পেশ করেন।
এ সময় জেলা প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।