সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে-ইয়াছিন আরাফাত

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে-ইয়াছিন আরাফাত

লালমাই প্রতিনিধিঃ
শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেছেন, বিগত ১৬ বছরে জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা-কর্মী শত জুলুম নির্যাতনের শিকার হয়েও একটি আদর্শ রাষ্ট্র বিনির্মানের প্রয়াস থেকে থেমে যায় নি। আমরা আশা করে ছিলাম ৫ আগস্টের পর থেকে দেশবাসী একটি নতুন বাংলাদেশের চিত্র দেখতে পাবে।
এদেশ থেকে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, টেন্ডাবাজি ও মাদকের ব্যবসা দূরীভূত হবে। কিন্তু আমরা আশাহতভাবে লক্ষ্য করলাম একটি বৃহৎ রাজনৈতিক দল এখনো চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও ধর্ষণ ছাড়েনি।
অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করে ১৬৬টি বিষয়ের মধ্যে ৮৬টি বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করে একটি জুলাই সনদ ঘোষণা করে ছিল।
কিন্তু কিছুদিন পর বৃহৎ ঐ রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজন নেই বলে জানায়৷ আমরা বলে দিতে চাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, বিগত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
এসময় অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করে তিনি আরো বলেন, পূর্বে যেভাবে ছাত্রজনতা রাজপথে জীবনবাজি রেখে আন্দোলন করে ফ্যাসিবাদকে দূর করেছে, আগামী দিনে নতুন রাষ্ট্র বিনির্মানে নতুন করে ছাত্রজনতা আবার রাজপথে নামবে।
এদেশের মানুষ অতীতে আ’লীগের শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে এবার নতুন করে তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়।
আমরাও জনগণকে আশ্বস্ত করছি, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে প্রতিটি মন্ত্রণালয়ের দায়িত্ব জামায়াত নেতাদের হাতে তুলে দিলে আমরা এ জাতিকে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ উপহার দিবো।

https://www.sangbadtoday.com/?p=3526


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *