
পাঁচ দফা দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লাকসাম প্রতিনিধিঃ
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াত।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে ঐদিন বিকেলে দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডঃ সরওয়ার ছিদ্দিকী বলেন, বাঘের চাইতেও ফ্যাসিস্ট খারাপ। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এ দেশে আর কখনো ফ্যাসিস্ট সৃষ্টি হবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করতে হবে। জাতীয় পার্টি বিগত দিনের অবৈধ নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। তাই অবিলম্বে এ দলকে নিষিদ্ধ করতে হবে।
ডঃ সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী লাকসাম ও মনোহরগঞ্জে জামায়াতের কর্মসূচি পালনে বাধা দানকারী বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে জনগণের কাছে যান।
আপনাদের ইজ্জত রক্ষা করেন। আপনাদের কথা আপনারা তুলে ধরেন, আমাদের কথা আমরা জনগণের কাছে তুলে ধরবো। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। আমাদের কর্মসূচিতে বাধা দিবেন না। কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি সমূহের মধ্যে রয়েছে-১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম।
লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সাল ও পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহীদ উল্লাহর পরিচালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে পৌরসভা ও উপজেলা পর্যায়ের হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
|