
এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনকে
ফেরত চাইলেন জামায়াত আমির
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, মামুনুর রশিদ তিন দিনের বেশি সময় ধরে নিখোঁজ।
আরো পড়ুনঃ
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এ দাবি করেন। তিনি বলেন, “তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।”
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও মামুনুর রশিদের নিখোঁজ হওয়ার দাবি করেছেন এবং ঘটনার তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেছেন।