
প্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন মা-৩ দিন পর মায়ের লাশ উদ্ধার !
টিপু সুলতান, ভোলাঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাকপ্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ মা জেসমিন বেগমের (৩৮) লাশ ৩ দিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রিভার ইকোপার্ক সংলগ্ন তেতুলিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত জেসমিন বেগম ওই ইউনিয়নের সাকেরভিটা গ্রামের জসিম মিয়ার স্ত্রী।
এর আগে, ২০ সেপ্টেম্বর সকালে নিজের বাকপ্রতিবন্ধী ছেলে তানজিল ইসলাম জিসান নৌকা নিয়ে নদীতে ঘুরতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন মা জেসমিন বেগম।
এরপর স্থানীয় এক কৃষক জিসানকে জীবিত উদ্ধার করলেও স্রোতে তলিয়ে যান জেসমিন বেগম।
পরে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু স্রোতের তীব্রতা বেশি থাকায় তারা তাকে খুঁজে পাননি।
পরে স্থানীয়রা আজ সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।