
দুর্গাপূজা উপলক্ষে পীরগাছায় মতবিনিময় সভা
মোস্তাক আহমেদ বাবু, রংপুরঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলায় অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা। শুক্রবার বিকেল ছয়ঘটিকায়,পীরগাছা থানা হল রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের সি-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ আসিফা আফরোজ আদুরি। সভাপতিত্ব করেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রুমেল বড়ুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন—পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির, তাম্বলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ মুকুল, উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় সুশীল সমাজ, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
নিরাপত্তা নিয়ে কড়া বার্তাঃ বক্তারা বলেন, আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, গুজব বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, গ্রাম পুলিশ, স্থানীয় যুব সমাজ ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন বক্তারা।
সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের ঘোষণাঃ সভায় গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় যদি কেউ বাধা দেয় বা হামলা চালায়, তাহলে সে যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথাও জানান বক্তারা।
সম্প্রীতির বন্ধনঃ সভায় সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষকে একযোগে দুর্গাপূজা সফল করতে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয়। সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, সে আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।