
রামুতে মাদকাসক্ত চাচার দা’র কোপে ভাতিজির মর্মান্তিক মৃত্যু !
ইয়ার রহমান আনান, কক্সবাজারঃ
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে ভয়াবহ এক পারিবারিক ট্র্যাজেডিতে মাত্র তিন বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নুরুল হাকিম (২৫) নামের যুবক তার আপন ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা চায়।
ভাবি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে নুরুল হাকিম নিজের ভাতিজি ফাতেমা (৩)-কে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়।
এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।
নিহত ফাতেমা উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে।
রামু থানার কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ইতিমধ্যে ঘাতকে আটক করেছে। এটি অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক একটি ঘটনা। অভিযুক্তকে আটক করা চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ফাতেমার পরিবার ও স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।