
নিয়ামতপুরে কলেজ শিক্ষকের এমপিও বাতিল চেয়ে অভিভাবকের অভিযোগ
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এরশাদ আলীর এমপিও ভুক্তি বাতিল চেয়ে অত্র কজেলের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থীর অভিভাবক সিদ্দিক হোসেন অভিযোগ তুলেছে।
গত রবিবার (১৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ দেওয়া হয় ৷
আরো পড়ুন-https://www.sangbadtoday.com/?p=2918
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় যে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক এরশাদ আলীর এমপিও ভুক্তির জন্য ইতিমধ্যে অত্র কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন আঞ্চলিক কার্যালয়ে আবেদন দাখিল করেছে৷ তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ২০২১ এর নির্দেশনা অনুযায়ী ডিগ্রি পর্যায়ে নতুন এক শিক্ষকের এমপিও ভুক্তির ক্ষেত্রে বিধি মোতাবেক ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ মিলে কমপক্ষে ৬০ জন শিক্ষার্থী থাকতে হবে। সেখানে প্রভাষক এরশাদ আলীর অর্থনীতি বিষয়ে ২০২০-২১, ২১-২২, ২২-২৩ ও ২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থীর সংখ্যা নেই।
এরশাদ আলী ২৮-০৮-২০২২ সাল থেকে কলেজে উপস্থিত নেই, হাজিরা খাতায় অনুপস্থিত, কোন ক্লাস করে নি, কলেজে আসেন নি।
এদিকে কলেজ কতৃপক্ষ তাকে বার বার কলেজে আসার জন্য নোটিশ প্রদান করেন। কলেজের গভর্নিং বডি এরশাদ আলীর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন মামলা দাখিল করেন। এরশাদ আলীর বিরুদ্ধে হাইকোর্ট বিভাগ স্থগিতাদেশ প্রদান করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক এরশাদ আলী কলেজে অনুপস্থিত ছিলেন। তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।
বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্মকার্তার সাথে আলোচনা সাপেক্ষে এমপিওর আবেদন পাঠানো হয়েছে।